শীতে পা ফাটা থেকে মুক্তির সহজ উপায়-
সুপ্রিয় পাঠক শীতের আগমন বার্তায় সবাইকে শুভেচ্ছা। শীত আসলে আমরা চিন্তিত থাকি পা ফাটা নিয়ে। আপনি কি চিন্তিত? আপনার পা কি ফেটে যাচ্ছে? লজ্জায় বের হতে পারছেন না ? তাহলে আর চিন্তা নয়। আসুন জেনে নেই পা ফাটা থেকে মুক্তির সহজ উপায় এবং নিরাময়ে বাংলাদেশের কিছু ক্রিম। তাই এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন আর জানতে পারবেন পা ফাটা থেকে মুক্তির সহজ উপায়ের আদ্যপ্রান্ত।
সূচিপত্রঃ পা ফাটা থেকে মুক্তির সহজ উপায় - নিরাময়ে বাংলাদেশের কিছু ক্রিম
- শীতে পা ফাটার কারণ
- শীতে পা ফাটা নিরাময়ের সহজ উপায়
- পা ফাটা নিরাময়ে বাংলাদেশের ক্রিম
- পা ফাটা নিরাময়ে উল্লেখযোগ্য কিছু ক্রিমের নাম
- পা ফাটা নিরাময়ে উল্লেখযোগ্য ক্রিমের দাম
- পা ফাটা নিরাময়ের শেষ কথা
শীতে পা ফাটার কারণঃ শীত আসলে ত্বক কষে আসে। কারণ এ সময় আবহাওয়া খুব শুষ্ক থাকে। আমাদের ত্বকের আর্দ্রতা কমে যায়। যার কারণে শুরু হয় পা ফাটা, ঠোঁট ফাটা সহ নানা বিধ রোগ। এজন্য এ সময় আমাদের পর্যাপ্ত পরিমান পানি পান করতে হবে। এবং যে খাবারগুলোতে বেশি বেশি পানি থাকে সেই সব খাবার আমাদের খাওয়া প্রয়োজন। তাছাড়া ধুলাবালি ময়লা আবর্জনা থেকে সবসময় দূরে থাকতে হবে। অনেক সময় আমরা বাইরে থেকে এসে ঠিকমতো হাত পা না ধুয়ে কাটিয়ে দেই এর কারণ হলো শীতকাল প্রচন্ড শীত। আর এটা যদি হয়ে থাকে তাহলে আপনার পা ফাটা থেকে শুরু করে বিভিন্ন চর্মরোগ ও সৃষ্টি হতে পারে। অতএব পরিষ্কার পরিচ্ছন্নতাই আমাদের মূল লক্ষ্য।
শীতে পা ফাটা নিরাময়ের সহজ উপায়ঃ শীত আসলেই ভয়ে থাকি কখন পা ফাটে , ঠোঁট ফাটে ইত্যাদি বিষয় নিয়ে। অনেকের পায়ের গোড়ালি ফেটে ব্যথা কিংবা যন্ত্রণা শুরু হয়। যেটা খুব বেদনাদায়ক। নষ্ট হয় বাইরের সৌন্দর্য। লোকও লজ্জায় ঘরের ভিতরে বসে থাকতে হয়। তাই এসব উপেক্ষা করে আপনাকে নিতে হবে বাড়তি যত্ন। বহুল পরিচিত ভেসলিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে ফাটা স্থানে মালিশ করুন। দেখবেন খুব দ্রুত নিরাময় হয়ে উঠবে। এছাড়া পাঁচ লিটার বালতির উষ্ণ গরম পানিতে তিন চামচ মধু মিশিয়ে নিন। তারপর সেখানে 20 থেকে 30 মিনিট পা ভিজিয়ে রাখুন। দেখবেন সহজে পা ফাটা নিরাময় হবে। এভাবে সহজে আপনি পা ফাটা থেকে রক্ষা পেতে পারেন।
পা ফাটা নিরাময়ে বাংলাদেশের ক্রিমঃ সহজ উপায়ে যদি নিরাময় না হয় তখন আমরা পা ফাটার জন্য বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি। এসব ক্রিম ব্যবহারে আপনি সহজে পা ফাটা থেকে মুক্তি পেতে পারেন। বাংলাদেশের বাজারে পা ফাটার জন্য কিছু ক্রিম হলো বোরো প্লাস , হিল গার্ড, ক্রেক হিল, ইমুরিয়া ২৫, হিমালয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব ক্রিম গুলো আপনি সহজে বাজার থেকে সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুনঃ মাইগ্রেনের ব্যাথা কমানোর ঘরোয়া উপায়
পা ফাটা নিরাময়ে কিছু ক্রিমের নামঃ আপনি কি চিন্তিত পা ফাটা নিয়ে।এ চিন্তা থেকে মুক্তির জন্য কিছু উল্লেখযোগ্য ক্রিম কাজ করে যাচ্ছে। এসব ভিন্ন ভিন্ন ক্রিম ব্যবহারের ফলে আমরা এ রোগ থেকে সহজে মুক্তি পেতে পারি । তাই চলুন জেনে নেওয়া যাক কিছু উল্লেখযোগ্য ক্রিমের নাম।
- পতঞ্জলি ক্রাকহয়েল ক্রিম
- ভাবি হার্বালস ফুট ক্রিম
- খাদি জাসম্যান এন্ড গ্রিন টি হারবাল ফুট ক্রিম
- হিমালয়া ওয়েলনেস ফুড কেয়ার
- হেলমেট হিল রিপেয়ার স্পেশালিস্ট ক্রিম
- অ্যাভন ফুড ওয়াক্স ক্র্যাক্ট হিল রিলিপ ক্রিম
পা ফাটা নিরাময়ের কিছু ক্রিমের দামঃ পা ফাটা নিরাময়ের কিছু ক্রিম ব্যবহার করে আপনি এটা হতে মুক্তি পেতে পারেন। নিচে কিছু পা ফাটা নিরাময়ের ক্রিমের দাম উল্লেখ করা হলো।
- পতঞ্জলি ক্রাক হিল ক্রিম--৬০ টাকা
- ভাবি হারবালস ফুট ক্রিম--১২৫ টাকা
- খাদি জ্যাসমিন এন্ড গ্রিন টি হারবাল ফুট ক্রিম-১৪০ টাকা
- হিমালয়া ওয়েলনেস ফুট কেয়ার ক্রিম--১১০ টাকা
- হেলমেট ক্র্যাকড হিল রিপিয়ার স্পেশালিস্ট ক্রিম--৮০ টাকা
- অ্যাভন ফুট ওয়ার্কস ক্র্যাক্ট হিল রিলিফ ক্রিম---১৮০ টাকা
আরও পড়ুনঃ গর্ভাবস্থায় কলা খাওয়া বাচ্চার জন্য কতটা উপকারী
পা ফাটা নিরাময়ের শেষ কথাঃ উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সহজে বুঝতে পারছেন পা ফাটা থেকে নিরাময় পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্যবলি। আশা করি আপনারা পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন। কোন মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং পোস্টটি ভাল লাগলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পুষ্পিতা আইটি র সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url