বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম জেনে নিন
পোস্ট সূচিপত্রঃ বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
- বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
- বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার
- বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার
- বিকাশ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানো যায়
- বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
- উপসংহার
বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
বিকাশ থেকে সোনালী ব্যাংকে কিংবা সোনালী ব্যাংক থেকে বিকাশে আপনি খুব সহজে টাকা লেনদেন করতে পারেন। এজন্য সোনালী ব্যাংকে প্রদত্ত তথ্য ও বিকাশ ব্যাংকে প্রদত্ত তথ্য একই হতে হবে। আপনাকে সোনালী ব্যাংকের সাথে বিকাশ ব্যাংকের লিংক করতে হবে। চলুন তাহলে সোনালী ব্যাংকের সাথে বিকাশ ব্যাংকের লিংক করার নিয়ম আগে জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ ফেসবুকে অটো লাইক পাওয়ার উপায়
সোনালী ব্যাংকের সাথে বিকাশ ব্যাংকের লিংকঃ
- প্রথমে বিকাশ অ্যাপ লগ ইন করুন।
- এরপর আপনি সেখানে অনেক গুলো অপশন দেখবেন। আপনি চাইলে Add Money অথবা Transfer Money সিলেক্ট করতে পারেন। আমরা আরো অপশনে গিয়ে Transfer Money সিলেক্ট করবো।
- আপনি ট্রান্সফার মানি সিলেক্ট করার পর ব্যাংকের তালিকা দেখতে পারবেন। সেখান থেকে সোনালী ব্যাংক সিলেক্ট করুন। যেহেতু আমরা সোনালী ব্যাংকের সাথে বিকাশের লিংক করবো।
- এরপর সোনালী ব্যাংকের একাউন্ট নাম্বার প্রদান করুন।
- বিকাশ একাউন্ট প্রদত্ত মোবাইল নাম্বার ও সোনালী ব্যাংক একাউন্টে প্রদত্ত মোবাইল নাম্বার একই হতে হবে। মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্র একই হতে হবে।
- যদি আপনার প্রদত্ত মোবাইল নাম্বার ভিন্ন হয় তাহলে ব্যাংকে গিয়ে আপনি তা চেঞ্জ করতে পারেন। এতে কোন সমস্যা নাই।
- এরপর আপনার কাছে OTP কোড চাইবে। OTP কোডটি বসাতে হবে। এরপর সাবমিটে ক্লিক করুন।
- এরপর দেখাবে ব্যাংক একাউন্ট সংযুক্ত হয়েছে।
- তারপর ২৪ ঘন্টার মধ্যে ব্যাংক থেকে ম্যাসেজ করে আপনাকে জানিয়ে দিবে যে বিকাশের সাথে আপনার ব্যাংকের লিংক সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়মঃ এখন আমরা জানবো কিভাবে বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানো যায়। বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠাতে নিচের ধাপগুলো অনুসরন করুন।
- প্রথমে নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপ লগ ইন করুন।
- এরপর আপনি More অপশন দেখতে পারবেন। More অপশনে ক্লিক করুন। এরপর ট্রান্সফার মানি এখানে ক্লিক করুন।
- এরপর ব্যাংক একাউন্টে ক্লিক করুন।
- যদি সোনালী ব্যাংকের সাথে বিকাশের সাথে লিংক করা থাকে তাহলে Saved Banks অপশনে তা দেখতে পারবেন। এরপর সোনালী ব্যাংকে ক্লিক করুন।
- পুনরায় ক্লিক করার পর আপনি কত টাকা পাঠাতে চান টাকার পরিমাণ লিখুন। এরপর আপনি টাকার পরিমান, চার্জ সহ বিস্তারিত দেখতে পারবেন।
- এরপর বিকাশের পিন নাম্বার দিন।
- Tap and hold to transfer Money এখানে চেপে ধরতে হবে তাহলে বিকাশ থেকে সোনালী ব্যাংকে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে।
বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার
বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে নতুন একটি সংযোজন আসছে “বিনিময়”। এই বিনিময় সিস্টেমের মাধ্যমে বিকাশ থেকে রকেট আবার রকেট থেকে বিকাশে টাকা লেনদেন করা যায়। যে সকল ব্যাংক বিনিময়ে সাথে জড়িত সেই সকল ব্যাংকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা ব্যাক টু ব্যাংক লেনদেন করতে পারবেন। অনেকে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়য়ম জানতে গুগলে অনুসন্ধান করে। আজকে এই প্যারার মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দিবো কিভাবে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে হয়। বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করা খুবই সহজ। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম।
আরো পড়ুনঃ মুখের কালচে ভাব দূর করার উপায়
প্রথমে বিনিময়ের সাথে বিকাশ একাউন্ট রেজিস্টারঃ
- প্রথমে পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটি লগ ইন করুন।
- এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখবেন বিনিময় নামের একটি অপশন আছে বিনিময় অপশনে ক্লিক করুন। তারপর OK তে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে একটা রেজিস্টেশন ইন্টারফেস চলে আসবে। যেখানে বিনিময়ের সাথে বিকাশ একাউন্ট রেজিস্টারের কথা বলা হয়েছে। এখন আপনাকে বিনিময়ের সাথে বিকাশ একাউন্ট রেজিস্টার করতে হবে।
- Register Now অপশনে ক্লিক করুন। ইমেইল ঠিকানা বসিয়ে দিন, ইউজার আইডি বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করুন। ইউজার আইডি মনে থাকলে আপনি নাম্বার ছাড়া লেনদেন করতে পারবেন। সুতারাং ইউজার আইডি মনে রাখবেন। এবার কনফার্ম অপশনে ক্লিক করুন।
- এরপর ৬ ডিজিটের বিনিময় পিন সেট আপ করুন। এরপর সাবমিট অবশনে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে Your Registration is Successful দেখাবে।
বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়মঃ
- এখন বিকাশ থেকে আবার বিনিময় অপশনে ক্লিক করুন।
- এখন আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে। Direct Pay অপশনে ক্লিক করুন।
- Amount ঘরে কত টাকা পাঠাতে চাচ্ছেন তা লিখুন। এরপর User ID ঘরে রকেটের ইউজার আইডি বসিয়ে দিন। এরপর আপনি কোন Purpose টাকা পাঠাতে চান তা বসিয়ে দিন। তারপর Proceed ক্লিক করুন।
- এখানে Total amount, Receiver user ID, bkash fee, Purpose এগুলো দেখাবে। এখন বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন। এরপর বিনিময়ের পিন নাম্বার চাইবে, বিনিময়ের পিন নাম্বার দিয়ে সাবমিট করুন।
- তাহলে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার সফলভাবে সম্পন্ন হয়ে যাবে। আশা করি আলোচনা থেকে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন।
বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার
বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হলে প্রথমে আপনার ইসলামী ব্যাংক একাউন্টের সাথে ডেবিট কার্ড থাকতে হবে। বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করা খুবই সহজ। আজকে এই প্যারার মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দিবো কিভাবে বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় সেই বিষয়ে বিস্তারিত। চলুন তাহলে আর দেরি না করে বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ
- প্রথমে বিকাশ অ্যাপ লগ ইন করুন।
- এরপর নিচের দিকে বিকাশ টু ব্যাংক অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন।
- আপনার যদি ডেবিট কার্ড থাকে তাহলে আপনি বাংলাদেশের যেকোন ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখন ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করুন।
- এরপর ১৬ ডিজিটের ডেবিট কার্ড নাম্বার বসিয়ে দিন।
- নিচে এগিয়ে যান লিখা থাকবে। সেখানে ক্লিক করুন।
- এরপর একটি ইন্টারফেস আসবে। উপরে দেখতে পারবেন এটা কোন ব্যাংকের কার্ড তা দেখাবে। এরপর টাকার পরিমাণ লিখুন। ডানে একটা এ্যারো স্পেস আছে সেখানে ক্লিক করুন।
- এরপর একটা ইন্টারফেস আসবে। সেখানে টাকার পরিমাণ, চার্জ, সর্বমোট ইত্যাদি বিস্তারিত তথ্য দেখাবে। এরপর বিকাশ পিন নাম্বার দিয়ে দিন। ডানে একটা এ্যারো স্পেস আছে সেখানে ক্লিক করুন।
- এরপর নিচে একটি বিকাশ লগো দেখেতে পারবেন। নিচে বিকাশ লগোতে ট্যাপ করে ধরে রাখুন।
- আশা করি আলোচনা থেকে বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম বিস্তারিত জানতে পেরেছেন।
বিকাশ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানো যায়
অনেকে জানতে চাই বিকাশ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানাে যায়। আজকের এই প্যারার মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দিবো বিকাশ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানো যায় সেই বিষয়ে বিস্তারিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিকাশ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানো যায় সেই বিষয়ে।
- অগ্রণী ব্যাংক
- এবি ব্যাংক লিমিটেড
- ব্রাক ব্যাংক
- সিটি ব্যাংক
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
- ঢাকা ব্যাংক লিমিটেড
- ইস্টার্ণ ব্যাংক লিমিটেড
- আইএফআইসি ব্যাংক লিমিটেড
- সোনালী ব্যাংক লিমিটেড
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
- এনআরবিসি ব্যাংক লিমিটেড
প্রিয় পাঠক বিকাশ থেকে আপনি এইসব ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। আশা করি বিকাশ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানো যায় সেই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন।
বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম খুবই সহজ। অনেকে বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম জানতে চাই তাদের জন্য মূলত এই পোস্টটি। চলুন তাহলে আর দেরি না করে বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম জেনে নেওয়া যাক।
বিকাশের সাথে সিটি ব্যাংক একাউন্ট সংযুক্ত করার নিয়মঃ
- প্রথমে বিকাশ অ্যাপ লগইন করে নিন।
- এরপর ট্রান্সফার মানি এই অপশনে ক্লিক করুন।
- এরপর একটি ইন্টারফেস আসবে যেখানে Bank Account লিখা থাকবে।
- Bank Account থেকে সিটি ব্যাংক সিলেক্ট করুন।
- এরপর আপনার সিটি ব্যাংকের একাউন্ট নাম্বার চাইবে। সিটি ব্যাংকের একাউন্ট নাম্বারটি বসিয়ে দিন।
- Account Title যার একাউন্ট তার নাম বসিয়ে দিন।
- এরপর বিকাশের পিন নাম্বার দিয়ে দিন।
- এরপর দেখাবে Bank Account has been added।
বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়মঃ
- পূর্বের মতো বিকাশ অপশনে গিয়ে ট্রান্সফার মানি এই অপশনে ক্লিক করুন।
- এরপর একটি ইন্টারফেস আসবে যেখানে Bank Account লিখা থাকবে।
- Bank Account থেকে সিটি ব্যাংক সিলেক্ট করুন।
- এরপর আপনার ব্যাংক একাউন্ট দেখাবে। ঐ ব্যাংক একাউন্টের উপর ক্লিক করুন।
- টাকার পরিমাণ লিখুন। ডান পাশের এ্যারো স্পেসে ক্লিক করুন।
- এরপর এখানে টাকার পরিমাণ, চার্জ, সর্বমোট বিস্তারিত দেখাবে।
- এরপর রেফারেন্সে আপনি যেকোন কিছু লিখে দিন। পিন নাম্বার বসিয়ে ডান পাশের এ্যারো স্পেসে ক্লিক করুন।
- এর পর বিকাশের লগোতে চেপে ধরুন। তাহলে বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে যাবে।
প্রিয় পাঠক আশা করি আলোচনা থেকে বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম জানতে পেরেছেন। উপরোক্ত নিয়ম গুলো অনুসরণ করে আপনি সহজে বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।
উপসংহার
প্রিয় পাঠক আশা করি পুরো পোস্টটি আপনি মনোযোগ সহকারে পড়েছেন। আশা করি এই পোস্ট থেকে আপনি বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম, বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার, বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার, বিকাশ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানো যায়, বিকাশ থেকে সিটি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। পোস্টটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন। ২৪৭২৯
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url